১। তিনি দিনে ও রাতে ইউনিয়নে পাহারা ও পহলদারী করবেন।
২। অপরাধের সংগে সংশ্লিষ্ট সকল বিষয় অনুসন্ধান ও দমন করবেন এবং অপরাধীদের গ্রেফতার করতে সাধ্যমত পুলিশকে সহায়তা করবেন।
৩। চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনে সহায়তা করবেন।
৪। অন্য নির্দেশ না থাকলে প্রতি পনর দিন অন্তর এলাকার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন।
৫। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যে সকল বিষয় সম্পর্কে অবহিত করবেন, যা বিরোধ, দাংগা-হাংগামা বা তুমুল কলহ সুষ্টি করতে এবং জনগনের শান্তি বিঘ্নিত করতে পারে।
৬। জম্ন ও মৃত্যু রেজিষ্টার সংরক্ষণ করবেন এবং এরাকার সব জম্ন ও মৃত্যু সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।
৭। কোন বাধেঁ বা সেচে ক্ষতি বা ত্রুটি দেখা দিলে অনতিবিলম্ব এ সম্পকেঙ ইউনিয়ন পরিষদকে অবহিত করবেন।
৮। সরকারী কাজের উদ্দেশ্যে যে কোন স্থানীয় তথ্য সরবারহ করবেন।
৯। খাজনা অথবা ভূমি উন্নয়ন কর স্থানীয় কর, পি বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ে তিনি গ্রামের রাজস্ব কর্মচারীদের সহায়তা করবেন।
১০। ইউনিয়ন পরিষদের নির্দেশে কোন বাসিন্দার আবাসস্থল ও সম্পত্তির উপর পরোয়ানা জারি করতে পারবেন।
১১। বিভিন্ন সময়ে আইন অনুযায়ী তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। উপরোক্ত কার্যাবলী ছাড়া ও গ্রাম পুলিশ এলাকার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে পুরুত্বপূর্ন ভূমিকা পালন কবেন।
এ ছাড়াও গ্রাম পুলিশ আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। যেমন এলাকায় কোন অস্বাভাবিক মৃত্যু হলে বা মার্ডার হলে লাশ পাহারা দেয়া এবং লাশ থানার পৌঁছান পর্যন্ত তার সংগে থাকা। থানার পুলিশ এলাকায় আসলে তাদের সর্বক্ষণের সাথী হওয়া। সরকারী কোন উচু পর্যায়ের কর্মকর্তা এলাকা পরিদর্শনে ওলে তাকে সর্বাধিক সাহায্য করা, কোর্টের মামলা মোকাদ্দমার নোটিশ জারী করা, চেয়ারম্যান মেম্বারদের আদেশানুসারে কাজ করতেও তারা বাধ্য। গ্রাম আদালতের বিচারকালে তাদের উপস্থিত থাকতে হয়। এমনিভাবে দেখা যায় যে, গ্রাম পুলিশগন বিভিন্নমুখী দায়িত্ব পালন করে আসছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS