Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মাদকাসক্ত দের উপর নজর দারিও তাদের শাস্তি দানের কথা স্থানীয় চেয়ারম্যানের কড়াকড়ি নির্দেশ প্রদান।
Details

 

  ১১নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের সকল সদস্যদেরকে ও এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গদের নিয়ে ইউনিয়ন পরিষদে এক সভার আয়োজন করেন। সভায় সকলের মাঝে উপস্থিত সভার সভাপতিত্ব করেন জনাব নূর মোহাম্মদ চেয়ারম্যান। সকলকে তিনি হুশায়ারি সংকেত জানিয়ে দিয়ে বলেন গাজা, ইয়াবা, মদ,চুরি, ডাকাতি এসবে কেহ ধরা পড়লে সে যেই হউক না কেন রেহাই দেয়া হবেনা। তদবিরকারীকেও সমাজের শত্রু হিসাবে গন্য করা হবে। এসব থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ প্রদান করেন।

Attachments
Publish Date
08/11/2015